কোম্পানীর সুযোগ সুবিধাদি
- চাকুরী স্থায়ীকরনের পর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকালীন স্থায়ীকরন হিসাবে সুযোগ সুবিধা প্রদান করা হবে। চাকুরী স্থায়ীকরণের পর অন্যান্য সুবিধাদি সংস্থার নীতিমালা অনুসারে প্রদান করা হবে। স্থায়ী কর্মকর্তা/কর্মীগণ বাৎসরিক দু’টি উৎসব বোনাস, বাই-সাইকেল ঋণ সুবিধা, আবাসন ভাতা চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা, যানবাহন ভাতা, একক আবাসন সুবিধা এবং পিএফ ও গ্রাচুইটিসহ সংস্থা প্রদত্ত অন্যান্য সকল সুবিধাদি প্রাপ্ত হবেন।
জেন্ডার
উভয় পুরুষ এবং নারী
আবেদনের পূর্বে পড়ুন
নিয়োগপ্রাপ্ত ফিল্ড অফিসারদের সংস্থার অনুকূলে ১৫,০০০/- (পনেরো হাজার মাত্র) টাকা ফেরতযোগ্য জামানতসহ সমাজে স্বীকৃত ও প্রতিষ্ঠিত দুইজন নিশ্চয়তাকারীর সুপারিশপত্র/অঙ্গীকারনামা প্রদান করতে হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবেনা।
রিজিউমি পাঠানোর উপায়
Email your CV
এই ই মেইলে hrppssfaridpur@gmail.com আপনার সিভি পাঠান।
হার্ড কপি
আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত, দুইকপি রঙ্গিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসমূহের মূলকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতার প্রমাণপত্র, কর্মরত হলে সর্বশেষ কর্মস্থলের বৈধ ছাড়পত্রসহ নির্বাহী পরিচালক, পপসস, শাপলা সড়ক, আলীপুর, ফরিদপুর-৭৮০০ ঠিকানায় লিখিত আবেদনসহ বর্ণিত ঠিকানায় উল্লিখিত তারিখের মধ্যে আবেদন প্রেরণের জন্য আহবান জানানো যাচ্ছে।
আবেদনের শেষ তারিখ: ৩০ জানুয়ারী ২০২৪
কোম্পানির তথ্যাবলী
Palli Progoti Shahayak Samity ( PPSS).