Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
Facebook
Twitter
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

Assistant Credit Officer : Ghashful

খালি পদ

জব কনটেক্সট

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির সনদপ্রাপ্ত (এম.আর.এ সনদ নং : ০০৩৯৯-০১২০৯-০০১৬০) ও পিকেএসএফ এর সহযোগী সংস্থা ঘাসফুল এর মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ঢাকা, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় উল্লিখিত পদে কাজ করার জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে

চাকরির দায়িত্বসমূহ

চাকরির ধরন

ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা

এইচ এস সি

অভিজ্ঞতা

চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ

কর্মস্থল

কুমিল্লা, চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা, নওগাঁ, ফেনী

বেতন

টাকা. ১০০০০ (মাসিক )

উৎস

বিডিজবস.কম অনলাইন জব পোস্টিং

অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ

  • বয়স সর্বোচ্চ ৩৮ বছর

কম্পেন্সেশন এবং অন্যান্য সুবিধাসমূহ

  • দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা ৫০/- + যাতায়াত ভাতা ১,৫০০/- +মাসিক মোবাইল বিল ২০০/- শিক্ষানবীশকাল (৬) ছয়মাস। শিক্ষানবীশ সময়কাল শেষে মূল্যায়ন সাপেক্ষে স্থায়ীকরণের পর বৎসরে ২টি উৎসব বোনাস, মূলবেতনের ২০% বৈশাখী ভাতাসহ সংস্থার মানবসম্পদ নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুয়িটি, কল্যাণ তহবিল ও অন্যান্য সুবিধাদি।

কর্মস্হল

কুমিল্লা, চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা, নওগাঁ, ফেনী

আবেদনের পূর্বে পড়ুন

ই-মেইলেও আবেদন পাঠানো যাবে। ই-মেইল: ghashfulrecruitment@gmail.com
অনলাইনে আবেদনের পোর্টাল- https://www.ghashful-bd.org/career
প্রাথমিক বাছাইয়ে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হলে প্রার্থীদেরকে পরীক্ষার স্থান, তারিখ ও সময় আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে জানানো হবে। অসম্পূর্ণ আবেদনপত্র ও একজনের জন্য একাধিক পদে আবেদনপত্র গ্রহণযোগ্য নয়।
নিয়োগ পরীক্ষা চট্টগ্রাম, ঢাকা ও নওগাঁ জেলার তিনটি কেন্দ্রে আলাদা আলাদাভাবে অনুষ্ঠিত হবে।
নিয়োগ প্রাপ্তদের ৫,০০০/- টাকা ফেরতযোগ্য নগদ জামানত প্রদান এবং অভিভাবক কর্তৃক ৩০০/- টাকার নন জুডিসিয়াল ষ্ট্যাম্পে অঙ্গীকার নামাসহ প্রযোজ্য অন্যান্য জামানত প্রদান বাধ্যতামূলক।
উল্লেখ্য যে, ঘাসফুলে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোন ধরনের তদবির কিংবা আর্থিক লেনদেন প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং কোন ধরনের আর্থিক লেনদেনের ব্যাপারে ঘাসফুল কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

রিজিউমি পাঠানোর উপায়

Email your CV

এই ই মেইলে ghashfulrecruitment@gmail.com আপনার সিভি পাঠান।

হার্ড কপি

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা দুইকপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপিসহ খামের উপর পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখ পূর্বক আবেদন পত্র উল্লিখিত তারিখের মধ্যে বরাবর মানবসম্পদ বিভাগ, ঘাসফুল, বাড়ি নং# ৬২, রোড # ৩,
ব্লক-বি, চান্দগাঁও আবাসিক এলাকা, চট্টগ্রাম এই ঠিকানায় ডাকযোগে/কুরিয়ার/সরাসরি পৌঁছাতে হবে।

কোম্পানির তথ্যাবলী

ঘাসফুল