বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক)-এর নিম্নবর্ণিত স্থায়ী পদসমূহে অস্থায়ীভাবে নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে (Online) অনলাইনে http://bansdoc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার ব্যান্সডক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – BANSDOC Job Circular 2024 বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার ব্যান্সডক কর্তৃক প্রকাশিত হয়েছে। BANSDOC Job Circular 2024-এর মাধ্যমে ১০০ জন জনবল নিয়োগ করবে। Bangladesh National Scientific and Technical Documentation Centre BANSDOC Job Circular 2024 – এর বিশদ বিবরণ আমাদের ওয়েবসাইট এ পাওয়া যাবে। যারা বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার ব্যান্সডক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – এর জন্য আবেদন করতে চান তারা নীচের বিবরণ দেখতে পারেন।
বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার ব্যান্সডক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – এর অনলাইনে আবেদন ০৩ মার্চ ২০২৪ এ শুরু হবে এবং শেষ তারিখ ৩১ মার্চ ২০২৪। বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার ব্যান্সডক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Bangladesh National Scientific and Technical Documentation Centre BANSDOC Job Circular 2024-এ ০১টি বিভাগে মোট ১০০ টি পদে নিয়োগ দিচ্ছে। নীচে বিশদ বিবরণ রয়েছে, অনুগ্রহ করে প্রথমে সার্কুলার পড়ুন।
বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার ব্যান্সডক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
আপনি কি বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার ব্যান্সডক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা এই সাইটে নিয়মিত চলমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি । তাই আপনি যদি বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার ব্যান্সডক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – এর নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন । এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে । সকল নিয়োগ পরীক্ষার সময়- সূচি প্রকাশিত হয় ।
বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার ব্যান্সডক সর্ম্পকে সংক্ষেপঃ
দেশের সার্বিক উন্নতির ক্ষেত্রে তথ্যের ভূমিকা অনুধাবন করে ১৯৫৭ সালে ইউনেস্কো-এর কারিগরি সহায়তায় পশ্চিম পাকিস্তানের করাচীতে পাকিস্তান কাউন্সিল অব সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (পিসিএসআইআর)-এর অধীনে পাকিস্তান জাতীয় বিজ্ঞান ও কারিগরি তথ্য সংগ্রহ ও বিতরণ কেন্দ্র (প্যান্সডক) প্রতিষ্ঠিত হয়।
১৯৬৩ সালে পিসিএসআইআর-এর পূর্বাঞ্চলীয় পাকিস্তান গবেষণাগার, ঢাকা-তে প্যান্সডক-এর আঞ্চলিক অফিস স্থাপিত হয়। বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, শিল্পোদ্যোক্তা, পরিকল্পনাবিদ, নীতি-নির্ধারক, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের গবেষণা কাজের তথ্য চাহিদা পূরণের জন্য এ প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে। স্বাধীনতা পরবর্তীতে আঞ্চলিক এ অফিসটি বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও কারিগরি তথ্য সংগ্রহ ও বিতরণ কেন্দ্র (ব্যান্সডক) নামে বিসিএসআইআর, ঢাকা-এর শাখা অফিস হিসেবে কাজ শুরু করে।
বাংলাদেশ সরকারের তদানীন্তন শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা বিভাগ জাতীয় বিজ্ঞান গ্রন্থাগার নামক প্রকল্পটিকে ১৯৮৬ সালে ব্যান্সডক-এর সাথে একীভূত করে। পুনর্গঠিত ব্যান্সডক-কে ১৯৮৭ সালে একটি স্বতন্ত্র জাতীয় সংস্থা হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ন্যাস্ত করা হয়। অতঃপর ২০১০ সালের ১৮ মার্চ আইন প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক) স্বায়ত্বশাসিত সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়। সূত্রঃ বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার ব্যান্সডক ওয়েবসাইট
সংক্ষেপে ব্যান্সডক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
সংস্থার নামঃ বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার ব্যান্সডক।
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
পোষ্ট ক্যাটাগরীঃ ০৩
মোট পদ সংখ্যাঃ ০৩।
চাকরির ধরনঃ ফুল টাইম
বেতন স্কেলঃ ২২০০০-৫৩০৬০।
চাকরির ধরনঃ সরকরি চাকরি.
সার্কুলার প্রকাশিত তারিখঃ ১৮ ফেব্রুয়ারী ২০২৪।
আবেদন শুরু তারিখঃ ২৫ ফেব্রুয়ারী ২০২৪ সকাল ১০টা থেকে।
আবেদনের শেষ তারিখঃ ২৫ মার্চ ২০২৪ বিকেল ৫টা পর্যন্ত।
কিভাবে আবেদন করতে হবে: অনলাইনের মাধ্যেমে।
ব্যান্সডক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | |
---|---|
সংস্থার নামঃ | বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার ব্যান্সডক। |
পদের নামঃ | অ্যাকাউন্টঅফিসার লাইব্রেরি অ্যাসিসটেন্ট ড্রাইভার। |
পোস্টিংঃ | কতৃপক্ষের উপর নির্ভর করে। |
পদ সংখ্যাঃ | ০৩ |
চাকরির আবেদন | অনলাইনে মাধ্যেম। |
চাকরির ধরনঃ | সরকারি চাকরি। |
লিঙ্গঃ | ছেলে ও মেয়ে। |
বয়সঃ | ১৮ -৩০ বছর। |
শিক্ষাগত যোগ্যতাঃ | বিস্তারি সার্কুলারে দেখুন। |
অভিজ্ঞতাঃ | সার্কুলারে দেখুন। |
বেতন স্কেলঃ | ২২০০০-৫৩০৬০। |
অন্যান্য সুবিধা | সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। |
আবেদন শুরু তারিখঃ | ২৫ ফেব্রুয়ারী ২০২৪ |
আবেদনের শেষ তারিখঃ | ২৫ মার্চ ২০২৪ |
অফিসিয়াল ওয়েবসাইট | bansdoc.teletalk.com.bd/ |
দেখুন ব্যান্সডক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ Image |
ব্যান্সডক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা
পদের নামঃ অ্যাকাউন্টঅফিসার।
পদের সংখ্যাঃ ০১টি
গ্রেডঃ ০৯
বেতন স্কেলঃ ২২০০০-৫৩০৬০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ কোন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অন্যূন ৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা।
পদের নামঃ লাইব্রেরি অ্যাসিসটেন্ট।
পদের সংখ্যাঃ ০১টি
গ্রেডঃ ১৩
বেতন স্কেলঃ ১১০০০-২৬৫৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে গ্রন্থাগার বিজ্ঞানে প্রথম শ্রেণিতে ডিপ্লোমা।
পদের নামঃ ড্রাইভার।
পদের সংখ্যাঃ ০১টি
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ ক) অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ) যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে।
গ) ০৩ (তিন) বছরের হালকা এবং ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
BANSDOC Job Circular 2024
BANSDOC Job Circular 2024 is abalable in our website bdgovtjob.today. BANSDOC Job Circular 2024. Bangladesh National Scientific and Technical Documentation Center (BANSDOC) under the Ministry of Science and Technology for temporary recruitment to the following permanent posts (Online) through the website http://bansdoc.teletalk.com.bd BANSDOC Job Circular 2024 is inviting applications.
ব্যান্সডক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ / BANSDOC Job Circular 2024 আবেদনের নিয়ম ও শর্তাবলীঃ
ব্যান্সডক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ / BANSDOC Job Circular 2024 আবেদনের নিয়ম ও শর্তাবলী নিচে দেওয়া হলো। http://bansdoc.teletalk.com.bd তে প্রদত্ত নিয়মাবলি অনসরণ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
১। অনলাইনে আবেদনপত্র পূরণের এবং পরীক্ষার ফি জমাদানের শুরু এবং শেষ হওয়ার তারিখ ও সময় :
ক) আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৫/০২/২০২৪ সকাল ১০.০০ টা।
খ) আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৫/০৩/২০২৪ বিকাল ০৫.০০ টা। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ বিকাল ০৫.০০ টার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না ।
গ) পরীক্ষার ফি জমাদানের নিয়ম: Online আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। যদি Applicant’s copy তে কোন ভুল তথ্য থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/ সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন।
তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/ পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত Applicant’s কপি প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন।
Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দইু)
টি SMS করে ক্রমিক নম্বর ১ পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৬০০.০০ টাকা ও টেলিটক-এর সার্ভিস চার্জ বাবদ ৬৯.০০ টাকা, ক্রমিক নম্বর ২-৩ পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০.০০ টাকা ও টেলিটক-এর সার্ভিস চার্জ বাবদ ২৩.০০ টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা প্রদান করবেন।
Bangladesh National Scientific and Technical Documentation Centre BANSDOC Job Circular 2024
Bangladesh National Scientific and Technical Documentation Centre BANSDOC Job Circular 2024 SMS পাঠানোর নিয়মঃ
প্রথম SMS: BANSDOC User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BANSDOC ABCDEF
দ্বিতীয় SMS: BANSDOCYESPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BANSDOC YES 12345678
- ক) ১ নম্বর ক্রমিকের ক্ষেত্রে কোটা প্রযোজ্য হবে না।
- খ) ০১/০২/২০২৪ তারিখে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার/শহিদ বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ১৮-৩২ বছর।
সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত কর্তৃপক্ষের অনুমতির কপি প্রদর্শন করতে হবে।
মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবে:
প্রার্থী মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা, পুত্র কন্যাদের পুত্র কন্যা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ২৬/০২/২০০২ তারিখের মু:বি:ম:/সনদ-১/প্ৰ- ১/২০০২/০২ নং প্রজ্ঞাপনের আলোকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ইস্যুকৃত সনদ অথবা ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিস্বাক্ষরিত এবং মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক ইস্যুকৃত পিতা/মাতা/পিতামহ/পিতামহী/ মাতামহ/মাতামহীর মুক্তিযোদ্ধা সনদপত্রের ২টি সত্যায়িত কপি অবশ্যই জমা দিতে হবে। উল্লেখ্য, মুক্তিযোদ্ধা সনদধারীর জন্ম তারিখ সম্বলিত এসএসসি বা সমমানের সনদ/এসএসসি বা সমমান পরীক্ষায় পাস না হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সার্টিফিকেট/জন্ম তারিখ সম্বলিত প্রামাণিক দলিল এবং মুক্তিবার্তা/গেজেটের ২টি করে সত্যায়িত কপি মুক্তিযোদ্ধা সনদের সঙ্গে দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধা সনদের ২টি সত্যায়িত ফটোকপির উপর প্রার্থীর নাম ও রোল নম্বর, মুক্তিযোদ্ধা সনদধারীর জন্ম তারিখ এবং মুক্তিবার্তা/গেজেট নম্বর স্পষ্ট অক্ষরে হাতে লিখতে হবে।
৪ নম্বর অনুচ্ছেদের বর্ণনামতে সকল তথ্য কাগজপত্র ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সংক্রান্ত সার্টিফিকেটের মূল সনদপত্র এবং সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।
অনলাইন-এ পুরণকৃত মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থীতা দাবি না করলে নতুন করে কোটার প্রার্থীতা দাবি গ্রহণযোগ্য হবে না।
নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি এবং প্রযোজ্য ক্ষেত্রে পরিবর্তিত বিধি-বিধান অনুসরণ করা হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য টিএ/ডিএ প্রদান করা হবে না।
পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি/বাতিল কিংবা বিধিমোতাবেক নিয়োগ সংক্রান্ত যেকোন পরিবর্তন করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
ব্যান্সডক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রবেশপত্র
ব্যান্সডক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bansdoc.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS -এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
SMS -এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করতে হবে।
Bangladesh National Scientific and Technical Documentation Centre BANSDOC Job Circular 2024 User ID এবং Password পুনরুদ্ধার:
Bangladesh National Scientific and Technical Documentation Centre BANSDOC Job Circular 2024 শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
I. User ID জানা থাকলে : BANSDOC < space>Help< space> User > User ID & Send to 16222
Example:BANSDOC Help User ABCDEF space & Send to 16222 PIN Number
জানা থাকলে :
II. BANSDOC<space>Help<space> PIN Number & Send to 16222
Example : BANSDOC Help PIN 12345678 space & Send to 16222
অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজ প্রার্থী নিজে করবে। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের ওয়েবসাইট www.bansdoc.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে অথবা http://bansdoc.teletalk.com.bd ওয়েবসাইটে, এছাড়াও আমাদের জবপোর্টাল bdgovtjob.today ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.bansdoc.gov.bd ওয়েবসাইট ও নোটিশ বোর্ড হতে জানা যাবে।
ডিক্লারেশন : প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য নিয়োগ কার্যক্রমের যেকোনো পর্যায়ে বা নিয়োগ দানের পরেও অসত্য/ত্রুটিপূর্ণ/ ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে।
BANSDOC Job Circular 2024 PDF ডাউনলোড
BANSDOC Job Circular 2024 – নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF ডাউনলোড। নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF http://www.bansdoc.gov.bd এবং http://bansdoc.teletalk.com.bd/- এ আপনার সুবিধার জন্য, আমরা পিডিএফ ফাইলটি আপলোড করেছি এবং নেত্রকোণা জেলা ইউনিয়ন পরিষদ সচিব নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩PDF ডাউনলোড লিঙ্ক এখানে।