ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্বখাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Dhaka South City Corporation DSCC job circular 2024 ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক প্রকাশিত হয়েছে। DSCC Job Circular 2024 / dscc.teletalk.com.bd Job Circular 2024 -এর মাধ্যমে ৪৭ জন জনবল নিয়োগ করবে। DSCC Job Circular 2024 – এর বিশদ বিবরণ আমাদের ওয়েবসাইট বিডি গর্ভমেন্ট জব. টুডে এ পাওয়া যাবে। যারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-এর জন্য আবেদন করতে চান তারা নীচের বিবরণ দেখতে পারেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – এর অনলাইন আবেদন ২৮ ফেব্রুয়ারী ২০২৪ এ শুরু হবে এবং শেষ তারিখ ২১ মার্চ ২০২৪। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – DSCC Job Circular 2024 -এ ০৪টি বিভাগে মোট ৪৭ টি পদে নিয়োগ দিচ্ছে। নীচে বিশদ বিবরণ রয়েছে, অনুগ্রহ করে প্রথমে সার্কুলার পড়ুন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
আপনি কি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা এই সাইটে নিয়মিত চলমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি । তাই আপনি যদি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন । এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে । সকল নিয়োগ পরীক্ষার সময়- সূচি প্রকাশিত হয় ।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
১ | স্থাপিত | ১ আগস্ট ১৮৬৪ |
২ | ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র | ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস |
৩ | নগর ভবনের স্থপতি | ১. আবু এইচ ইমামুদ্দিন২. লাইলুন নাহার একরাম৩. আবু সাঈদ মোস্তাক৪. মোঃ জহিরুদ্দিনইঞ্জিনিয়ার্স এন্ড কনসালটেন্টস বাংলাদেশ |
৪ | ওয়ার্ড সংখ্যা | ৭৫ |
৫ | ওয়ার্ড কাউন্সিলর (সাধারণ ওয়ার্ড) | ৭৫ জন |
৬ | ওয়ার্ড কাউন্সিলর (সংরক্ষিত ওয়ার্ড) | ২৫ জন |
৭ | জনসংখ্যা | ৩৮,৮৩,৪২৩ (২০১১)প্রায় ১ কোটি ২০ লক্ষ (২০২০) |
৮ | ভোটার | ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ জন |
৯ | জোনের সংখ্যা | ১০ টি |
১০ | আয়তন | ১০৯.২৫১ বর্গ কি.মি. |
১১ | থানার সংখ্যা | ২৩টি |
১২ | অনুমোদিত স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা(২০১৬ অর্গানোগ্রাম অনুযায়ী) | ২৪২২ জন |
১৩ | রাস্তা | ৯৯৩.৪৫ কি.মি. |
১৪ | নর্দমা(ড্রেন) (খোলা + পাইপ) | ৯৬১.৮৭ কি. মি. |
১৫ | ফুটপাত | ২১৭.৩৮ কি.মি. |
১৬ | মিডিয়ান | ৬০.২২৭ কি.মি. |
১৭ | আন্ডারপাস | ১টি |
১৮ | ফুটওভার ব্রীজ | ৩৫টি |
১৯ | ফ্লাইওভার | ৩টি |
২০ | ওয়্যারলেস কন্ট্রোল রুম | ১টি |
২১ | ওয়্যারলেসের সংখ্যা | ৪০০টি |
২২ | আধুনিক এ্যাসফল্ট প্লান্ট | ১টি |
২৩ | ইলেকট্রিট সাব ষ্টেশন | ২১ টি |
২৪ | রাস্তার পোল সংখ্যা | ডিএসসিসি-৭৪৭৬ + ডিপিডিসি-২৮৯০৬ মোট=৩৬৩৮২টি |
২৫ | রাস্তার এলইডি বাতির সংখ্যা | ৫৪৯৬৬ টি |
২৬ | ট্রাফিক সিগনাল | ৪০টি |
২৭ | পার্ক | ২৭টি |
২৮ | খেলার মাঠ | ১৯টি |
২৯ | পাবলিক টয়লেট | ৭০টি |
৩০ | কসাইখানা | ২টি |
৩১ | হোল্ডিং সংখ্যা | ২,৫৪,৮৯৫ |
৩২ | ট্রেড লাইসেন্স এর সংখ্যা | ২,৬৩,৯৭৭ |
৩৩ | ভূগর্ভস্থ মার্কেট | ১টি |
৩৪ | ডিএসসিসি মার্কেট | ৯২ টি |
৩৫ | কাঁচাবাজার | ১৩টি (ডিএসসিসি) + ১৬টি বর্হিভূত |
৩৬ | রিক্সার সংখ্যা | ১৮২৪২৬ |
৩৭ | নগর যাদুঘর | ১টি |
৩৮ | কমিউনিটি সেন্টার | ৩৬টি |
৩৯ | শরীর চর্চা কেন্দ্র | ২১টি |
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সর্ম্পকে সংক্ষেপঃ
সংস্থার নামঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
পোষ্ট ক্যাটাগরীঃ ০৪
মোট পদ সংখ্যাঃ ৪৭
চাকরির ধরনঃ ফুল টাইম
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা।
চাকরির ধরনঃ সরকরি চাকরি.
সার্কুলার প্রকাশিত তারিখঃ ২৭ ফেব্রুয়ারী ২০২৪।
আবেদন শুরু তারিখঃ ২৮ ফেব্রুয়ারী ২০২৪ সকাল ১০টা থেকে।
আবেদনের শেষ তারিখঃ ২১ মার্চ ২০২৪ বিকেল ৫টা পর্যন্ত।
কিভাবে আবেদন করতে হবে: অনলাইনের মাধ্যেমে।
এক নজরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | |
---|---|
সংস্থার নামঃ | ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। |
পদের নামঃ | সার্কুলারে দেখুন |
পোস্টিংঃ | কতৃপক্ষের উপর নির্ভর করে। |
পদ সংখ্যাঃ | ৪৭ |
চাকরির আবেদন | অনলাইনের মাধ্যেম। |
চাকরির ধরনঃ | সরকারি চাকরি। |
লিঙ্গঃ | ছেলে ও মেয়ে। |
বয়সঃ | ১৮ -৩০ বছর। |
শিক্ষাগত যোগ্যতাঃ | বিস্তারি সার্কুলারে দেখুন। |
অভিজ্ঞতাঃ | সার্কুলারে দেখুন। |
বেতন স্কেলঃ | ৯,৩০০-২২,৪৯০ টাকা। |
অন্যান্য সুবিধা | সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। |
আবেদন শুরু তারিখঃ | ২৮ ফেব্রুয়ারী ২০২৪ |
আবেদনের শেষ তারিখঃ | ২১ মার্চ ২০২৪ |
অফিসিয়াল ওয়েবসাইট | dscc.teletalk.com.bd/ |
দেখুন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪Image |
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা
পদের নামঃ বাতি পরিদর্শক
পদের সংখ্যাঃ ১৭ টি
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
(ক) কোনো স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেটগ।
(খ) (বি)/সি ।
(গ) শ্রেণির বৈদ্যুতিক ওয়ার্কস পারমিট।
পদের নামঃ লাইনম্যান
পদের সংখ্যাঃ ০৮ টি
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(খ) সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা।
পদের নামঃ ইলেকট্রিশিয়ান
পদের সংখ্যাঃ ১৪ টি
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
(ক) কোনো স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট।
(খ) সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।
পদের নামঃ ইলেকট্রিশিয়ান
পদের সংখ্যাঃ ০৮ টি
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
Dhaka South City Corporation DSCC job circular 2024 আবেদনের নিয়ম ও শর্তাবলীঃ
Dhaka South City Corporation DSCC job circular 2024 আবেদনের নিয়ম ও শর্তাবলী নিচে দেওয়া হলো আপনারা Dhaka South City Corporation DSCC job circular 2024 এর বিস্তারি দেখে নির্দিষ্ট সময়ের আগেই আবেদন করুন।
০১.০১.২০২৪ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ হতে ৩০ বৎসর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র- কন্যা ও শারীরিক প্রতিবন্ধিদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বৎসর। বয়সের ক্ষেত্রে কোনোক্রমেই এফিডেভিট গ্রহণযোগ্য হবে না ।
সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংশ্লিষ্ট বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না ।
আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ, বয়স, নিজ জেলার নাম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখ করতে হবে।
মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপিসহ সকল সনদপত্রের সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে।
চাকুরির আবেদন ফরমে উল্লিখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত (নিজ জেলা উল্লেখ করতঃ) নাগরিকত্বের সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড) বা জন্মনিবন্ধন সনদপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে।
প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে মুক্তিযোদ্ধা সনদ (মন্ত্রণালয়ের সনদ, বামুস সনদ), মুক্তিবার্তা/গেজেট নম্বর ও তারিখ, মুক্তিযোদ্ধার বয়স প্রমাণের লক্ষ্যে এসএসসি সনদ/জন্ম সনদ, মৃত মুক্তিযোদ্ধার মৃত্যু সনদ এবং মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হিসেবে চাকুরি প্রার্থীদের ক্ষেত্রে উপরোক্ত কাগজপত্রসহ প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সম্পর্কের প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র। প্রার্থী এবং তার পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।
সকল সত্যায়ন/প্রত্যয়ন প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সম্পাদিত হতে হবে।
পদের সংখ্যা সাংগঠনিক কাঠামো অনুযায়ী হ্রাস/বৃদ্ধি হতে পারে।
কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করার এবং বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা কম/বেশী করার অধিকার সংরক্ষণ করেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লিখিত পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://dscc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন ।
আবেদনপত্রের বিস্তারিত নিয়মাবলী http://dscc.teletalk.com.bd এবং www.dscc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ ঃ
- (i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ২৮ ফেব্রুয়ারী ২০২৪ খ্রিস্টাব্দ; সকাল : ১০:০০ টা।
- (ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ২১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ বিকেল : ৪:০০ টা।
(iii) উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ ৫০০/- (এক হাজার) টাকা Teletalk pre-paid mobile ব্যবহার করে প্রদান করতে হবে।
dscc.teletalk.com.bd Job Circular 2024 Online-এ আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী:
dscc.teletalk.com.bd Job Circular 2024 Online-এ আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী নিচে দেওয়া হলো।
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://dscc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ ঃ
- (i) Online -এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ২৮ ফেব্রুয়ারী ২০২৪ খ্রিস্টাব্দ; সকাল : ১০:০০ টা।
- (ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ২১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ বিকেল : ৪:০০ টা।
- (iii) উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online -এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
প্রার্থী Online -এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
DSCC Job Circular 2024 SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান:
DSCC Job Circular 2024 SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান:
DSCC Job Circular 2024 SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান : Online -এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে।
নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে। উক্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো teletalk pre- paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে ১০০০/- (এক হাজার) টাকা ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online-এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।”
প্রথম SMS: DSCC<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DSCC ABCDEF
Reply: Applicant’s Name, Tk. 1000/500 will be charged as application fee. Your PIN is XXXXXXXX. To pay fee Type DSCC<Space> Yes <Space> PIN and send to 16222 নম্বরে।
দ্বিতীয় SMS: DSCC<space>YES<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DSCC YES XXXXXXXX
Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for DSCC Application for XXXXXXXXXXXX User ID is (ABCDEF) and Password (XXXXXXX).
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রবেশপত্র
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dscc.teletalk.com.bd অথবা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর Website: www.dscc.gov.bd’র এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয়।
SMS -এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
User ID এবং Password পুনরুদ্ধার:
শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।
- i. User ID জানা থাকলেDSCC<space>Help<space>User<space>User ID & Send to 16222. Example: DSCC HELP USER ABCDEF
- ii. PIN Number জানা থাকলে DSCC<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222. Example: DSCC HELP PIN 12345678
DSCC Job Circular 2024 pdf download
DSCC Job Circular 2024 pdf download. ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF ডাউনলোড। DSCC Job Circular 2024 pdf download http://www.dscc.gov.bd এবং http://dscc.teletalk.com.bd/-এ আপনার সুবিধার জন্য, আমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করেছি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চাকরির বিজ্ঞপ্তি সংযুক্ত করেছি 2024 PDF ডাউনলোড লিঙ্ক এখানে।