রিজিউমি পাঠানোর উপায়
হার্ড কপি
আগ্রহী প্রার্থীকে দুইকপি পাসপোর্ট সাইজের ছবি, দুইজন পরিচয়দানকারীর (অনাত্মীয়) নাম, ঠিকানাসহ [যার একজনকে অবশ্যই পূর্বের/বর্তমান কর্মস্থলের হতে হবে] পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত অথবা মেরী স্টোপস বাংলাদেশ এর নির্ধারিত CV ফরমে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণের কাগজপত্রসহ আগামী ৬ জানুয়ারী ২০২৪ তারিখের মধ্যে মহা-ব্যবস্থাপক, মানব সম্পদ ও প্রশাসন, মেরী স্টোপস বাংলাদেশ, বাড়ী # ৬/২, ব্লক # এফ, কাজী নজরুল ইসলাম রোড, লালমাটিয়া হাউজিং এস্টেট, ঢাকা – ১২০৭ ঠিকানায় পাঠাতে অনুরোধ করা যাচ্ছে। CV ফরম পাওয়া যাবে https://mariestopes.org.bd/join-our-team এই লিংকে ।
আবেদনপত্র ও খামের উপর প্রার্থীত পদ ও কর্মস্থলের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
মেরী স্টোপস বাংলাদেশ এ কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
মেরী স্টোপস বাংলাদেশ কর্মক্ষেত্রে সুষ্ঠু ও সহায়ক কর্ম পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
N.B: যে কোন ধরনের তদ্বির প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে।
আবেদনের শেষ তারিখ: ৬ জানুয়ারী ২০২৪
কোম্পানির তথ্যাবলী
Marie Stopes Bangladesh (MSB)
Marie Stopes Bangladesh (MSB) is leading NGO affiliated with Marie Stopes International, UK, which supports programmes in 37 countries, providing high quality and affordable, sexual and reproductive health (SRH) services to the urban, peri-urban and rural community through innovative service delivery approaches supported by appropriate BCC interventions. MSB is committed to improving the SRH status of the poor, highly at-risk and vulnerable population in Bangladesh.