বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর অধীনস্থ কোম্পানিসমূহের শূন্য পদগুলোতে লোকবল নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পেট্রোবাংলা ১৮ টি পদে মোট ৬৭০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পুর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেয়া হল।
Petrobangla New Job Circular 2024
পদের নাম ও সংখ্যা:
- সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) – ১১৮ টি।
- সহকারী ব্যবস্থাপক (আইন) – ০৭ টি।
- সহকারী ব্যবস্থাপক (অর্থ) – ৮৭ টি।
- সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল) – ২০২ টি।
- সহকারী ব্যবস্থাপক (কারিগরি) – ৩৫ টি।
- সহকারী কারিগরি কর্মকর্তা – ০২ টি।
- সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা) – ০৩ টি।
- সহকারী ড্রিলার – ০১ টি।
- সহকারী কর্মকর্তা (প্রসাশন) – ৭৫ টি।
- সহকারী কর্মকর্তা (লাইব্রেরী) – ০১ টি।
- সহকারী কর্মকর্তা (আইন) – ০১ টি।
- সহকারী কর্মকর্তা (অর্থ) – ৫০ টি।
- উপ-সহকারী প্রকৌশলী – ৭৮ টি।
- সহকারী কর্মকর্তা (কারিগরি) – ০২ টি।
- সহকারী কর্মকর্তা (কেমিষ্ট) – ০১ টি।
- সার্ভেয়ার – ০৪ টি।
- ট্রেইনী ড্রিলার – ০২ টি।
- নার্স/ব্রাদার – ০১ টি।
আবেদন শুরুর সময়: ১৯ মার্চ ২০২৪ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১৮ এপ্রিল ২০২৪ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://bogmc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
Apply
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন…
নতুন চাকরির খবর সবার আগে পেতে আমাদের পেজ ভিজিট করুন।