Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
Facebook
Twitter
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

বাংলাদেশ পর্যটন করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Parjatan Job Circular 2024

বাংলাদেশ পর্যটন করপোরেশন নিয়োগ

খালি পদ

জব কনটেক্সট

চাকরির দায়িত্বসমূহ

চাকরির ধরন

শিক্ষাগত যোগ্যতা

অভিজ্ঞতা

চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ

কর্মস্থল

বেতন

উৎস

বাংলাদেশ পর্যটন করপোরেশনে নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৯ম, ১১তম ও ১৩তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://parjatan.teletalk.com.bd) আবেদন আহবান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।

বাংলাদেশ পর্যটন করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Parjatan Job Circular 2024 বাংলাদেশ পর্যটন করপোরেশন কর্তৃক প্রকাশিত হয়েছে। parjatan.teletalk.com.bd Job Circular 2023-এর মাধ্যমে ৩৫ জন জনবল নিয়োগ করবে।  Parjatan Job Circular 2024 – এর বিশদ বিবরণ আমাদের ওয়েবসাইট এ পাওয়া যাবে। যারা বাংলাদেশ পর্যটন করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-এর জন্য আবেদন করতে চান তারা নীচের বিবরণ দেখতে পারেন।

বাংলাদেশ পর্যটন করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – এর অনলাইন আবেদন ২৮ ‍ডিসেম্বর ২০২৩ এ শুরু হবে এবং শেষ তারিখ ০৯ ফেব্রুয়ারী ২০২৪। বাংলাদেশ পর্যটন করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Parjatan Job Circular 2024-এ ০৬টি বিভাগে মোট ৩৫ টি পদে নিয়োগ দিচ্ছে। নীচে বিশদ বিবরণ রয়েছে, অনুগ্রহ করে প্রথমে সার্কুলার পড়ুন।

বাংলাদেশ পর্যটন করপোরেশন জব সার্কুলার ২০২৪

আপনি কি বাংলাদেশ পর্যটন করপোরেশন জব সার্কুলার ২০২৪  খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা এই সাইটে নিয়মিত চলমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি । তাই আপনি যদি বাংলাদেশ পর্যটন করপোরেশন জব সার্কুলার ২০২৪ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন । এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে । সকল নিয়োগ পরীক্ষার সময়- সূচি প্রকাশিত হয় । তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন

সংক্ষেপে বাংলাদেশ পর্যটন করপোরেশন

বাংলাদেশ পর্যটন করপোরেশন (বাপক) একটি জাতীয় পর্যটন সংস্থা (এনটিও)। প্রতিষ্ঠানটি ১৯৭২ সালে মহামান্য রাষ্ট্রপতির ১৪৩
নং আদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৩ সালে এর কার্যক্রম শুরুকরে। এটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন
মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান।

একজন চেয়ারম্যান ও তিনজন পরিচালক-এর মাধ্যমে Board of Directors গঠিত। চেয়ারম্যান বোর্ডের সভাপতি, পরিচালকগণ
বোর্ডের সদস্য এবং মহা-ব্যবস্থাপক (প্রশাসন) বোর্ডের সাচিবিক দায়িত্ব পালন করে থাকেন। প্রধান কার্যালয়ের বিভাগসমূহ যথাঃ
প্রশাসন বিভাগ ; বাণিজ্যিক বিভাগ ; পরিকল্পনা, প্রশিক্ষণ ও পরিসংখ্যান বিভাগ, বিপণন বিভাগ, জনসংযোগ বিভাগ, অর্থ ও
হিসাব বিভাগ, পূর্ত বিভাগ, এষ্টেট বিভাগএবং তথ্য ও যোগাযোগ বিভাগ।

বাংলাদেশ পর্যটন করপোরেশন-এর নিয়ন্ত্রণাধীনে National Hotel and Tourism Training Institute (NHTTI), Duty Free
Operations (DFO) সহ হোটেল, মোটেল, কটেজ, রেস্তোরাঁ, পিকনিক স্পট, রেন্ট-এ-কার ও ভ্রমণ ইউনিট সারাদেশে দেশী-বিদেশী
পর্যটকদের সেবা প্রদান করে আসছে। সূত্রঃ বাংলাদেশ পর্যটন করপোরেশন ওয়েবসাইট

বাংলাদেশ পর্যটন করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সর্ম্পকে সংক্ষেপঃ

সংস্থার নামঃ বাংলাদেশ পর্যটন করপোরেশন ।
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
পোষ্ট ক্যাটাগরীঃ ০৬।
মোট পদ সংখ্যাঃ ৩৫।
চাকরির ধরনঃ ফুল টাইম
বেতন স্কেলঃ ২২,০০০- ৫৩,০৬০ থেকে ১১,০০০ – ২৬,৫৯০ টাকা।
চাকরির ধরনঃ সরকরি চাকরি.
সার্কুলার প্রকাশিত তারিখঃ ২৮ ডিসেম্বর ২০২৩।
আবেদন শুরু তারিখঃ ২৮ ডিসেম্বর ২০২৩ সকাল ১০টা থেকে।
আবেদনের শেষ তারিখঃ ০৯ ফেব্রুয়ারী ২০২৪ বিকেল ৫টা পর্যন্ত।
কিভাবে আবেদন করতে হবে: অনলাইনের মাধ্যেমে।

বাংলাদেশ পর্যটন করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
সংস্থার নামঃ বাংলাদেশ পর্যটন করপোরেশন ।
পদের নামঃ বিস্তারি সার্কুলারে দেখুন।
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
পদ সংখ্যাঃ ৩৫
চাকরির আবেদন অনলাইনের মাধ্যেম।
চাকরির ধরনঃ সরকারি চাকরি।
লিঙ্গঃ ছেলে ও মেয়ে।
বয়সঃ ১৮ -৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ বিস্তারি সার্কুলারে দেখুন।
অভিজ্ঞতাঃ সার্কুলারে দেখুন।
বেতন স্কেলঃ ২২,০০০ – ৫৩,০৬০ থেকে ১১,০০০ – ২৬,৫৯০ টাকা।
অন্যান্য সুবিধা সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।
আবেদন শুরু তারিখঃ ২৮ ডিসেম্বর ২০২৩
আবেদনের শেষ তারিখঃ ০৯ ফেব্রুয়ারী ২০২৪
অফিসিয়াল ওয়েবসাইট parjatan.teletalk.com.bd/
দেখুন বাংলাদেশ পর্যটন করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ Image

বাংলাদেশ পর্যটন করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা

পদের নামঃ সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
পদের সংখ্যাঃ ১টি
গ্রেডঃ ৯
বেতন স্কেলঃ ২২০০০-৫৩০৬০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃবিএসসি ইঞ্জিনিয়ার। পেশাগত ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।

পদের নামঃ হিসাব রক্ষণ কর্মকর্তা
পদের সংখ্যাঃ ৫টি
গ্রেডঃ ৯
বেতন স্কেলঃ ২২০০০-৫৩০৬০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রী (সমমানের সিজিপিএ) অথবা এসএসসি বা এইচএসসি-তে প্রথম বিভাগসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী (সমমানের সিজিপিএ)।

পদের নামঃ উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
পদের সংখ্যাঃ ১টি
গ্রেডঃ ১১
বেতন স্কেলঃ ১২,৫০০ – ৩০,২৩০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন অনুমোদিত কারিগরী শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা সার্টিফিকেট প্রাপ্ত।

পদের নামঃ সহকারী বাণিজ্যিক কর্মকর্তা
পদের সংখ্যাঃ ১৫টি
গ্রেডঃ ১১
বেতন স্কেলঃ ১২,৫০০ – ৩০,২৩০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী (সমমানের সিজিপিএ)। পর্যটন বিষয়ক প্রশিক্ষণ/ অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য ।

পদের নামঃ সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা
পদের সংখ্যাঃ ৫টি
গ্রেডঃ ১১
বেতন স্কেলঃ ১২,৫০০ – ৩০,২৩০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী (সমমানের সিজিপিএ)। পর্যটন বিষয়ক প্রশিক্ষণ/ অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য।

পদের নামঃ হিসাব রক্ষক
পদের সংখ্যাঃ ৮টি
গ্রেডঃ ১৩
বেতন স্কেলঃ ১১,০০০ – ২৬,৫৯০/-
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ সর্বনিম্ন স্নাতক ডিগ্রী (সমমানের সিজিপিএ)। হিসাব রক্ষণ/ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বৎসরের পূর্ব অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার।

 

bgb.gov.bd

 

বাংলাদেশ পর্যটন করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ আবেদনের নিয়ম ও শর্তাবলীঃ

০১/১২/২০২৩ খ্রি. তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩০ বছর। তবে, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

সরকারী আধা-সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্তপূরণ সাপেক্ষে আবেদন ফরম পুরণের সময় Working in a Government Office এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ পর্যটন করপোরেশন ও সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে

মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পুরণকৃত Application Form সহ সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা ও পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে সে মর্মে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পিতা/মাতা/পিতামহ/মাতামহের বীর মুক্তিযোদ্ধার সার্টিফিকেট এর সত্যায়িত কপি এবং বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার পুত্র/কন্যা হলে, সে ক্ষেত্রে প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে; নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

এই নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদসমূহ পুরণে বাংলাদেশ পর্যটন করপোরেশন কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০ অনুসরণ করা হবে; আবেদনকারীকে তাঁর সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে;

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৭/০৪/২০২৩ তারিখের ০৫.০০.০০০০.১৭০.১১.০১৬.২২-১৬ সংখ্যক পরিপত্র অনুসারে ক্রমিক ৬ নং পদে নিয়োগে অপেক্ষমাণ তালিকা সংরক্ষণ করা হবে।

নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

Parjatan Job Circular 2024 Online-এ আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলি:

Parjatan Job Circular 2024 Online-এ আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলি সমূহ

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://parjatan.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

  • i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৮ ডিসেম্বর ২০২৩ বেলা ১২:০০টা।
  • ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৯ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ৫:০০ টা।

Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) স্ক্যান করে নির্ধারিত স্থানে upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০KB হতে হবে

Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পুরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

প্রার্থী Online-এ পুরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

parjatan.teletalk.com.bd Job Circular 2023 SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান:

parjatan.teletalk.com.bd Job Circular 2023 SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান নিচে দেওয়া হলো।

SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পুরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। যদি Applicant’s Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/ সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন।

তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

উক্ত Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে ১-২ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৬০০/- (ছয়শত) টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬৯/- (ঊনসত্তর) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৬৬৯/- (ছয়শত ঊনসত্তর) টাকা, ৩-৫নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৩৫/- (পঁয়ত্রিশ) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৩৩৫/- (তিনশত পঁয়ত্রিশ) টাকা, ৬নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩/- (তেইশ) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।

বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলে পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”

প্রথম SMS PARJATAN<Space>User ID লিখে Send করতে হবে করতে হবে 16222 নম্বর

Example: PARJATAN ABCDEF

Reply: Applicant’s Name Tk. 669/335/223 will be charged as application fee. Your PIN is XXXXXXXX. To pay fee Type PARJATAN <Space>Yes<Space>PIN and send to 16222.

দ্বিতীয় SMS PARJATAN <Space>Yes<Space>PIN লিখে send করতে হবে 16222 নম্বরে ।

Example: PARJATAN YES XXXXXXXXX

Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for PARJATAN Application for XXXXXXXXX User ID is (ABCDEF and Password (XXXXXX).

বাংলাদেশ পর্যটন করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রবেশপত্র

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://parjatan.teletalk.com.bd অথবা বাংলাদেশ পর্যটন করপোরেশনের Website : www.parjatan.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয়।

User ID এবং Password পুনরুদ্ধার:

SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং password পুনরুদ্ধার করতে পারবেন ।

User ID জানা থাকলে: PARJATAN<Space>Help< Space > User <Space> User ID & Send to 16222. Example: PARJATAN HELP USER ABCDEF

PIN Number জানা থাকলে: PARJATAN <Space>Help<Space>PIN<Space>PIN No & Send to 16222. Example: PARJATAN HELP PIN 12345678

প্রার্থীর যোগ্যতা যাচাইঃ

(ক)

  • i. মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/প্রত্যয়ন/অনাপত্তিপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে;
  • ii. পুরণকৃত Application Form-এর প্রিন্ট কপির সাথে সকল সনদপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে;
  • iii. সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে;
  • iv. জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে;
  • v. প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে;
  • vi. বিভাগীয় ও সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তিপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে;

উক্ত তথ্যসমূহের ভিত্তিতে প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর চারিত্রিক প্রতিবেদন সম্পাদন করা হবে;

প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র, জাল, মিথ্যা বা ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন;

যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিবাহ করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন এবং উক্তরূপ বরখাস্তের পর দুই বছর অতিক্রান্ত না হয়ে থাকে, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না;

QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের http://parjatan.teletalk.com.bd বা আমাদের জবপোর্টাল ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তি দেখা যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য বাংলাদেশ পর্যটন করপোরেশনের Website: www.parjatan.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে

অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (মেইল / মেসেজ এর subject-এ Organization Name: —– Post Name:***, Applicant’s User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে);

ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।

আবেদনের সময় নামের বানান সতর্কতার সাথে শিক্ষা সনদের সাথে মিলিয়ে লিখতে হবে, শিক্ষা সনদে উল্লিখিত নামের বানানের বাইরে পদবি/মৃত ইত্যাদি লিখা যাবে না। স্থায়ী ঠিকানা সঠিকভাবে লিখতে হবে। অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য নিয়োগ কার্যক্রমের যে কোন পর্যায়ের বা নিয়োগদানের পরেও অসত্য/ত্রুটিপূর্ণড়ুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন বা নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে। এছাড়া নিয়োগের পূর্বে ডোপ টেস্ট করা হবে। ডোপ টেস্টে কাউকে মাদকাসক্ত পাওয়া গেলে তাঁর দরখাস্ত/নির্বাচন বাতিল বলে গণ্য হবে।

নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল কিংবা বিধি মোতাবেক নিয়োগ সংক্রান্ত যে কোন পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করেন।

শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।

বাংলাদেশ পর্যটন করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF ডাউনলোড

বাংলাদেশ পর্যটন করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF ডাউনলোড। বাংলাদেশ পর্যটন করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF http://www.parjatan.gov.bd এবং http://parjatan.teletalk.com.bd/-এ আপনার সুবিধার জন্য, আমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করেছি এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ বাংলাদেশ চাকরির বিজ্ঞপ্তি সংযুক্ত করেছি 2023 PDF ডাউনলোড লিঙ্ক এখানে।

বাংলাদেশ পর্যটন করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, Parjatan Job Circular 2024
বাংলাদেশ পর্যটন করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, Parjatan Job Circular 2024, parjatan.teletalk.com.bd Job Circular 2023
বাংলাদেশ পর্যটন করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, Parjatan Job Circular 2024, parjatan.teletalk.com.bd Job Circular 2023
বাংলাদেশ পর্যটন করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, Parjatan Job Circular 2024, parjatan.teletalk.com.bd Job Circular 2023
বাংলাদেশ পর্যটন করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, Parjatan Job Circular 2024, parjatan.teletalk.com.bd Job Circular 2023

 

bgb.gov.bd