চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় এর অধীনস্থ অফিসসমূহের সাধারণ প্রশাসনের নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগবিধি অনুযায়ী নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে Online-এ (http://dcchuadanga.teletalk.com.bd) দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না ।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Chuadanga DC Office Job Circular 2024 চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক প্রকাশিত হয়েছে। Chuadanga DC Office Job Circular 2024-এর মাধ্যমে ০৬ জন জনবল নিয়োগ করবে। Chuadanga DC Office Job Circular 2024 – এর বিশদ বিবরণ আমাদের ওয়েবসাইটে সরকারি চাকরির বিজ্ঞপ্তি পাওয়া যাবে। যারা চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – এর জন্য আবেদন করতে চান তারা নীচের বিবরণ দেখতে পারেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – এর অনলাইনে আবেদন ০২ মে ২০২৪ এ শুরু হবে এবং শেষ তারিখ ৩০ মে ২০২৪। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Chuadanga DC Office Job Circular 2024-এ ০৪টি বিভাগে মোট ০৬ টি পদে নিয়োগ দিচ্ছে। নীচে বিশদ বিবরণ রয়েছে, অনুগ্রহ করে প্রথমে সার্কুলার পড়ুন।
জেলা প্রশাসকের কার্যালয় চুয়াডাঙ্গা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
আপনি কি জেলা প্রশাসকের কার্যালয় চুয়াডাঙ্গা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা এই সাইটে নিয়মিত চলমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি । তাই আপনি যদি জেলা প্রশাসকের কার্যালয় চুয়াডাঙ্গা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – এর নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন । এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে । সকল নিয়োগ পরীক্ষার সময়- সূচি প্রকাশিত হয় । তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন: bdgovtjob.today
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় সর্ম্পকে সংক্ষেপঃ
এক নজরে চুয়াডাঙ্গা
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জনপদ চুয়াডাঙ্গা জেলা। উত্তর-পশ্চিমে মেহেরপুর, উত্তর-পূর্বে কুষ্টিয়া, দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ঝিনাইদহ এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ বেষ্টিত এই জনপদ রাজধানী ঢাকা হতে প্রায় আড়াইশ কিলোমিটার দূরে অবস্থিত। মাথাভাঙ্গা, ভৈরব, কুমার ও নবগঙ্গা নদীর পলল সমৃদ্ধ অববাহিকায় গড়ে ওঠা এই জনপদ আয়তনে খুব বড় না হলেও এর রয়েছে সমৃদ্ধময় অতীত। এখানে রয়েছে কেরু এন্ড কোং এর মত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।
ভৌগোলিকচুয়াডাঙ্গা জেলায় উন্নীত২৬ ফেব্রুয়ারি ১৯৮৪ (গেজেট প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ১৯৮৪) আয়তন১১৭০.৮৭ বর্গকিঃমিঃনিবার্চনী এলাকা২মোট ভোটার সংখ্যা৮৫২৮৭২ জনপুরুষমহিলা৪২৫৬২৭ জন৪২৭২৪৫ জনউপজেলা৪(চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা,জীবননগর)থানা৫(চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা,জীবননগর,দর্শনা)পৌরসভা৪(চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, জীবননগর,দর্শনা)ইউনিয়ন৩৮ টিমৌজা৩৭৬নদীমাথাভাঙ্গা,ভৈরব, কুমার,চিত্রা,নবগঙ্গাবদ্ধ জলমহাল২০ একরের উর্ধ্বেঅনুর্ধ্ব ২০ একর ২৯ টি৫৪ টিউন্মুক্ত জলমহাল০১ টিহাট-বাজার১০১ টিমোট জমি১,১৬,১০৮ হেক্টরমোট আবাদি জমি৯৭,৫৮২ হেক্টরইউনিয়ন ভূমি অফিস২৯ টিআশ্রয়ন প্রকল্প১৯ টিআদর্শ গ্রাম১৫ টিখেয়াঘাট/নৌকাঘাট১০ টিজনসংখ্যা ভিত্তিক (২০২২ সনের জনশুমারি অনুযায়ী)জনসংখ্যা১,২৩৪,০৬৬ জনপুরুষ৬০৭,৫৫৮ জনমহিলা৬২৬,২৪৫ জনহিজড়া৯৩ জন লিঙ্গানুপাত৯৭.০২এলজিইডি কর্তৃক বাস্তবায়িত গ্রোথ সেন্টারমোট ২০টি, ১৪ টি বাস্তবায়িতমুক্তিযোদ্ধাদের সংখ্যাঃ চুয়াডাঙ্গা সদর৬৬০আলমডাঙ্গা৪৪১ দামুড়হুদা৩৭৭জীবননগর১৭১ মুসলমান৯৭.৫৮%হিন্দু২.২৫%খৃষ্টান০.১৩%বৌদ্ধ০%অন্যান্য০.০৪%শিক্ষা সংক্রান্তবেসরকারি বিশ্ববিদ্যালয় ০১ টি মহাবিদ্যালয়১৯টি সরকারি -০৩টি বেসরকারি-১৬টি মাধ্যমিক বিদ্যালয়১৩৭ টি সরকারি -০২ টি বেসরকারি-১৩৫টিমাধ্যমিক এবং মহাবিদ্যালয়৪টি সরকারি -০১টি বেসরকারি-৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়৪৪৫ টিমাদ্রাসা৩৯ টি কামিল-১ টি ফাযিল-০৫টি আলিম-০৪টি দাখিল-২৭টি পলিটেকনিক ইন্সটিটিউট ০৫ টিযুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র ০১ টিটিটিসি ০১ টিপিটিআই০১ টি ধর্মীয় প্রতিষ্ঠানঃ মসজিদ১৪১৭টি (চুয়াডাঙ্গা সদরঃ ৩৯০, দামুড়হুদাঃ ৩৪৫, জীবননগরঃ২৫২, আলমডাঙ্গাঃ ৪৩০)মন্দির৯৭টি (চুয়াডাঙ্গা সদরঃ ৩০, দামুড়হুদাঃ ১৯, জীবননগরঃ২১, আলমডাঙ্গাঃ ২৭)স্বাস্থ্য সংক্রান্ত জেলা সদর হাসপাতাল ০১ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ০৪ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র ২৯ টি মা ও শিশু সেবা কেন্দ্র ০১ টি ডায়াবেটিক হাসপাতাল ০১ টি চক্ষু হাসপাতাল ০১ টি ক্রীড়া তথ্য সংক্রান্ত স্টেডিয়াম ০২ টি সুইমিং পুল ০১ টি জিমনেসিয়াম ০২ টিটেনিস ক্লাব ০১ টি ক্রীড়া সংগঠন ১১ টি অন্যান্যবার্ষিক বৃষ্টিপাত১৪৬৭ মি.মিবার্ষিক গড় তাপমাত্রাসর্বোচ্চ ৩৭.১সেসর্বনিম্ন ১১.২সে ডাকঘর৭৮ টি (সরকারি ডাকঘর ৭ টি, অবিভাগীয় শাখা ডাকঘর ৭১ টি)টিউবওয়েল১,১৭,৫২৪ টি (১২৮৪৭ টি সরকারি) চুয়াডাঙ্গা- ঢাকা সড়কের দূরত্ব২১৫ কিঃমিঃচুয়াডাঙ্গা- খুলনা সড়কের দূরত্ব১৫২ কিঃমিঃচুয়াডাঙ্গা- কুষ্টিয়া সড়কের দূরত্ব৪৭ কিঃমিঃচুয়াডাঙ্গা- যশোর সড়কের দূরত্ব৯৪ কিঃমিঃনিবন্ধিত সমবায় সমিতিসমবায়- ৩৬৭টি, বিআরডিবি- ১৩৮৬টিশিল্প কারখানাকুটির- ৫০৭৭ টি, বৃহৎ- ১টি,মাঝারি ৮ টি, ক্ষুদ্র- ৭৯৫ টিপশু হাসপাতাল৫ টি |
|
সূত্রঃ এক নজরে চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সর্ম্পকে সংক্ষেপঃ
সংস্থার নামঃ চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়।
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
পোষ্ট ক্যাটাগরীঃ ০৪।
মোট পদ সংখ্যাঃ ০৬।
চাকরির ধরনঃ ফুল টাইম
বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০/- টাকা।
চাকরির ধরনঃ সরকরি চাকরি.
সার্কুলার প্রকাশিত তারিখঃ ২৮ এপ্রিল ২০২৪।
আবেদন শুরু তারিখঃ ০২ মে ২০২৪ সকাল ১০টা থেকে।
আবেদনের শেষ তারিখঃ ৩০ মে ২০২৪ বিকেল ৫টা পর্যন্ত।
কিভাবে আবেদন করতে হবে: অনলাইনের মাধ্যেমে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ Image
সংস্থার নামঃ | চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় । |
পদের নামঃ | সার্কুলারে দেখুন। |
পোস্টিংঃ | কতৃপক্ষের উপর নির্ভর করে। |
পদ সংখ্যাঃ | ০৬ |
চাকরির আবেদন | অনলাইনে মাধ্যেম। |
চাকরির ধরনঃ | সরকারি চাকরি। |
লিঙ্গঃ | ছেলে ও মেয়ে। |
বয়সঃ | ১৮ -৩০ বছর। |
শিক্ষাগত যোগ্যতাঃ | বিস্তারি সার্কুলারে দেখুন। |
অভিজ্ঞতাঃ | সার্কুলারে দেখুন। |
বেতন স্কেলঃ | ৮২৫০-২০০১০/- টাকা। |
অন্যান্য সুবিধা | সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। |
আবেদন শুরু তারিখঃ | ০২ মে ২০২৪ |
আবেদনের শেষ তারিখঃ | ৩০ মে ২০২৪ |
অফিসিয়াল ওয়েবসাইট | dcchuadanga.teletalk.com.bd/ |
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা
পদের নামঃ অফিস সহায়ক।
পদের সংখ্যাঃ ০৩টি
গ্রেডঃ ২০
বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নামঃ সহকারী বাবুর্চি।
পদের সংখ্যাঃ ০১টি
গ্রেডঃ ২০
বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ ক) কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ) রান্নার কাজে অন্যূন ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা।
পদের নামঃ পরিচ্ছন্নতা কর্মী (সুইপার)।
পদের সংখ্যাঃ ০১টি
গ্রেডঃ ২০
বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।
পদের নামঃ পরিচ্ছন্নতা কর্মী (সুইপার)(সার্কিট হাউজ)।
পদের সংখ্যাঃ ০১টি
গ্রেডঃ ২০
বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।
Chuadanga DC Office Job Circular 2024
Chuadanga DC Office Job Circular 2024 is abalable in our website bdgovtjob.today
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ আবেদনের নিয়ম ও শর্তাবলীঃ
প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা বরাবর আবেদন করতে হবে।
প্রার্থীর বয়সসীমা ০২-০৫-২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
অসত্য/ভুল তথ্য সংবলিত/ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত / প্রদত্ত কোন তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে যে কোন পর্যায়ে বা নিয়োগ প্রাপ্তির পরেও অসত্য/ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা/ভুল তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত/প্ৰশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদ পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।
- ক) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা সনদ (যদি থাকে) এর কপি।
- খ) নূন্যতম ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
- গ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
- ঘ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ।
- ঙ) বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তান হিসেবে চাকুরির আবেদন করতে আগ্রহী প্রার্থীকে আবেদন পত্রের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন মোতাবেক তার পিতা/মাতা/পিতামহ/ মাতামহের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ( উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত ) এর ফটোকপি ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত (পদবি ও নামের সীলসহ) করে সংযুক্ত করতে হবে।
- চ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীকে মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক উল্লেখপূর্বক স্ব স্ব পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র দাখিল করতে হবে।
- ছ) এতিম প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রিকৃত এতিমখানা/শিশুসদন কর্তৃক প্রদত্ত সনদপত্র।
- জ) প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;
- ঝ) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এ মর্মে জেলা কমান্ডেন্ট আনসার ও ভিডিপি কর্তৃক প্রদত্ত সনদপত্র।
- ঞ) উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা/জেলা প্রশাসক দপ্তর কর্তৃক প্রদত্ত উপজাতীয় পরিচয় বিষয়ক সনদপত্র; ট) প্রার্থীকে তার কোটা দাবীর সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ / প্রমাণপত্রের সনদ।
- ঠ) ডাউনলোডকৃত Applicant copy এর সত্যায়িত কপি।
- ঢ) লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি।
উল্লেখ্য, এ অফিসের ১৪ ফেব্রুয়ারি, ২০২১ তারিখের ০৫.৪৪.১৮০0.102.11.001.21-১০০ সংখ্যক নিয়োগ বিজ্ঞপ্তিটি ১৬-০২- ২০২১ তারিখের দৈনিক প্রথম আলো এবং ১৫-০২-২০২১ তারিখের দৈনিক মাথাভাঙ্গা, চুয়াডাঙ্গা পত্রিকায় প্রকাশিত হয়। উক্ত বিজ্ঞপ্তির অফিস সহায়কের ০৩ (তিন) টি শূন্য পদের বিপরীতে যেসকল প্রার্থী ইত:পূর্বে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
এই নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদ পূরণের জন্য জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ অনুসরণ করা হবে। এতদ্ব্যতীত, নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধি বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
চাকুরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র দাখিল করতে হবে।
নিয়োগের ব্যাপারে কোন প্রকার সুপারিশ বা তদবীর প্রার্থীর যোগ্যতার পরিপন্থি বলে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি উত্থাপন করা যাবে না।
কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন/পরিবর্ধন/সংযোজন/বিয়োজন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
উপর্যুক্ত তথ্যাদি মোতাবেক বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র যোগ্য প্রার্থীদের নির্ধারিত তারিখে লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেয়া হবে।
নিয়োগকৃত পদে নিয়োগ ও চাকরির ক্ষেত্রে সরকার কর্তৃক আরোপিত শর্তাবলী প্রযোজ্য হবে।
এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থীত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না।
প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না ।
Chuadanga DC Office Job Circular 2024 আবেদনের সময়সীমা ও নিয়মাবলী/শর্তাবলী নিম্নরুপ :-
- ক) আগ্রহী প্রার্থীগণ http://dcchuadanga.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্র পূরণ করবেন।
- আবেদনের সময়সীমা নিম্নরুপঃ
- i) Online- এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ০২-০৫-২০২৪ সকাল ১০:০০ টা ।
- ii) Online- এআবেদনপত্র দাখিলের শেষ তারিখ: ৩০-০৫-২০২৪ বিকাল ৫:০০ টা।
- বর্ণিত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online- এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে যেকোন teletalk Pre-paid মোবাইল নম্বর SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। Online-আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ pixel x প্রস্থ ৩০০ pixel) এবং স্বাক্ষর ( দৈর্ঘ্য ৩০০ pixel x ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির ছাইজ সর্ব্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্ব্বোচ্চ 60KB
- হতে হবে।
- Online এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে। কাজেই Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী স্বয়ং শতভাগ নিশ্চিত হবেন।
- প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা প্রদান করবেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ SMS প্রেরনের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানঃ-
চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে।
যদি চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ Applicant’s Copy তে কোনো ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পূনরায় আবেদন করতে পারবেন। উল্লেখ্য, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোডপূর্বক নিশ্চিত হয়ে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ Applicant’s Copy-তে একটি User ID দেয়া থাকবে। বর্ণিত User ID ব্যবহার করে প্রার্থী নিম্নবর্ণিত পদ্ধতিতে যেকোনো teletalk Pre-paid মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য জনপ্রতি ১০০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা অফেরতযোগ্য অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা প্রদান করবেন।
নিয়মাবলী :
প্রথম SMS DCCHUADANGA< >User ID লিখে 16222 নম্বরে send করতে হবে।
Example: DCCHUADANGA < > ABCDEF send to 16222
Reply : Applicant’s Name Tk. 112 / – Will be Charged as application fee. Your PIN is xxxxxx To pay fee Type dcchuadanga< > YES < > PIN and send to 16222
দ্বিতীয় SMS DCCHUADANGA < >Yes< >PINলিখে 16222 নম্বরে send করতে হবে।
Example: DCCHUADANGA Yes 12345678 send to 16222
Reply : Congratulations Applicant’s Name Payment completed successfully for DCCHUADANGA Application for xxxxxx User ID is (ABCDEF) and password xxxxxx
বিশেষভাবে উল্লেখ্য যে, Onlineএ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Onlineএ আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রবেশপত্র
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রবেশপত্র SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যু/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র Downloadপূর্বক রঙিন প্রিন্ট করে নিবেন।SMSএর মাধ্যমে প্রাপ্ত User ID এবং Passwordটি ভবিষ্যৎ প্রয়োজনের নিমিত্ত সংরক্ষণ করতে হবে। সকল পদে আবেদনকারী প্রার্থীর প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রবেশপত্র সংগ্রহের নোটিশ http:// dcchuadanga.teletalk.com.bd চুয়াডাঙ্গা জেলার ওয়েবসাইটে নোটিশ http:// www.dcchuadanga.gov.bdতে পাওয়া যাবে। এছাড়া প্রবেশপত্র সংগ্রহ সংক্রান্ত SMS শুধু যোগ্য প্রার্থীদের মোবাইল নম্বরে প্রেরণ করা হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়ে যোগাযোগ হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ User ID এবং Password পুনরুদ্ধার:
শুধু Teletalk pre-paid mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
(i) User ID জানা থাকলে ;
DCCHUADANGA< >Help< >User< >User ID& send to 16222
Example: DCCHUADANGA Help User ABCDEF & send to 16222
(ii) PIN Number জানা থাকলে
DCCHUADANGA< >Help< >PIN< >PIN Number & send to 16222
Example: DCCHUADANGA Help PIN 12345678 & send to 16222
বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়, চুয়াডাঙ্গা www.chuadanga.gov.bd ওয়েবসাইটে এবং http://dcchuadanga.teletalk.com.bd এছাড়াও আমাদের জবপোর্টাল https://bdgovtjob.today/ তে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.chuadanga.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
ডিক্লারেশন : প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
- শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।
বিজ্ঞাপনে উল্লিখিত পদে চূড়ান্ত সুপারিশের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ বিধি-বিধান অনুসরণ করা হবে। অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য নিয়োগ কার্যক্রমের যে কোন পর্যায়ে বা নিয়োগ দানের পরেও অসত্য/ত্রুটিপূর্ণ/ভূয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে।
Chuadanga DC Office Job Circular 2024 pdf download
Chuadanga DC Office Job Circular 2024 / চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ job circular 2024 pdf download. জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF ডাউনলোড। Chuadanga DC Office Job Circular 2024 pdf download. http://www.Chuadanga.gov.bd এবং http://dcChuadanga.teletalk.com.bd -এ আপনার সুবিধার জন্য, আমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করেছি এবং জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF ডাউনলোড লিঙ্ক এখানে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Chuadanga DC Office Job Circular 2024-1চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Chuadanga DC Office Job Circular 2024-2চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Chuadanga DC Office Job Circular 2024-3চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Chuadanga DC Office Job Circular 2024-4চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Chuadanga DC Office Job Circular 2024-5